KishorKantha Cumilla City
Foundation Icon

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশের মাধ্যমে চারিত্রিক নির্মলতা তৈরির লক্ষ্যে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন।

পরিচিতি

Bangladesh Icon

বাংলাদেশ! আমাদের প্রিয় জন্মভূমি। মাথার ওপর নীল ছামিয়ানা উঁচিয়ে সদা দণ্ডায়মান আসমান। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে দোল দিয়ে যায় ঝিরিঝিরি বাতাস, অন্তরে বুলিয়ে দেয় প্রশান্তির ছোঁয়া। কুলুকুলু রব তুলে বহমান পদ্মা, মেঘনা, যমুনাসহ অজস্র নদী-নালার বুকে বয়ে চলে নৌকা। বাংলার দক্ষিণ অঞ্চলকে ঘিরে রেখেছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। এতো এতো রূপ-রস-গন্ধে ভরা এই অনিন্দ্য সুন্দর দেশটির প্রতি আকৃষ্ট হয়ে সুদূর সাইবেরিয়া থেকে শীতের মৌসুমে অতিথি পাখিরা এসে ভিড় জমায়। কার না ভালো লাগে এই দেশ! তাইতো একেক সময় একেক দেশ তাদের কুনজর নিয়ে শাসন করতে এসেছিল এদেশকে। কিন্তু শাসনের নামে তাদের সেই শোষণকে মেনে নিতে পারেনি দেশপ্রেমিক মানুষ। বাংলামায়ের দামাল ছেলেরা তাদেরকে রুখে দিয়েছে। তথাপি এখনও থেমে নেই বিদেশীদের লোলুপ দৃষ্টি। তাই এই সুজলা-সুফলা-শস্যশ্যামলা বাংলাদেশের অপার সম্ভাবনার সম্ভারকে রক্ষা ও তার পরিচর্যার জন্য প্রয়োজন একদল সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষের এবং সেই সাথে প্রয়োজন আমাদের গৌরবময় ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার মতো নির্ভিক কলমসৈনিক।

জাতির সেই প্রত্যাশা পূরণের জন্য ১৯৮৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম প্রকাশিত হয় কিশোরকণ্ঠ নামক শিশু-কিশোর মাসিক পত্রিকাটি। প্রকাশের পর থেকেই পরিণত হয় দেশের অগণন শিশু-কিশোরদের প্রিয় পত্রিকায়। ছড়িয়ে পড়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে সার্কভুক্তদেশ তথা ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তানসহ সমগ্র এশিয়া মহাদেশ এবং আফ্রিকা, ইউরোপ, ওশেনিয়া ও আমেরিকা মহাদেশে। একটি পত্রিকার এতো দ্রুত সম্প্রসারণের ফলে প্রয়োজন হয়ে পড়ে একটি ফাউন্ডেশনের ভিত রচনার। তারই ফলশ্রুতিতে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ২০০২ সালে সরকারি রেজিস্ট্রিভুক্ত হয় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন। আর পত্রিকার রেজিস্ট্রেশন হয় ২০০৪ সালের মার্চ মাসে। তবে পত্রিকাটির অফিসিয়াল নাম হয়ে যায় “নতুন কিশোরকণ্ঠ”। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন থেকে ২০০৮ সালে সাধারণ জ্ঞানভিত্তিক মাসিক পত্রিকা “কারেন্ট ইস্যু” ও কার্টুন মাসিক “নয়া চাবুক” বের করা হয়। পত্রিকা দু’টির প্রকাশনা আপাতত বন্ধ আছে।

কিশোরকণ্ঠ আজ শুধু একটি পত্রিকার নাম নয়, এটি একটি প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে। কালের পরিক্রমায় আজ এক মহীরুহ রূপ ধারণ করেছে।

আমাদের মিশন

Mission Icon

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থার অসারতার প্রতিকূলে অনুপম চরিত্র, মেধার সুনিপুণ বিকাশ ও স্বপ্নছোঁয়ার সুনিবিড় তত্ত্বাবধান।

আমাদের ভিশন

Vision Icon

ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে অনুপম চরিত্র গঠন, মেধা, মনন, প্রতিভার বিকাশ, সত্য, ন্যায় ও ভ্রাতৃত্বের আলোকে জীবন গঠনের মাধ্যমে সুন্দর পৃথিবী বিনির্মাণ।

কিশোরকন্ঠের কার্যক্রম

Activities Icon
অফুরন্ত বৃত্তি প্রকল্প

অফুরন্ত বৃত্তি প্রকল্প

কুমিল্লায় সাড়া জাগানো বৃত্তি প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা।

উন্নত মূল্যবোধ ও চরিত্র গঠন

উন্নত মূল্যবোধ ও চরিত্র গঠন

স্কুল ছাত্রদের মধ্যে উন্নত মূল্যবোধ ও চরিত্রিক নির্মলতা সৃষ্টির প্রচেষ্টা।

বৃক্ষরোপণ অভিযান

বৃক্ষরোপণ অভিযান

স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের আয়োজন।

কাউন্সেলিং

কাউন্সেলিং

মেধা ও মানসিক বিকাশে কাউন্সেলিং ও বাহ্যিক জ্ঞানের ব্যবস্থা।

সাহিত্য আসর

সাহিত্য আসর

খুদে কবি-সাহিত্যিকদের নিয়ে নিয়মিত সাহিত্য আসর, স্বরচিত লেখা পাঠ ও আলোচনার মাধ্যমে সাহিত্য চর্চায় উৎসাহ।

পাঠক ফোরাম গঠন

পাঠক ফোরাম গঠন

দেশব্যাপী পাঠক ফোরামের মাধ্যমে ছাত্রদের নৈতিক জ্ঞান, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।

সামাজিক কার্যক্রম

সামাজিক কার্যক্রম

ফ্রি কোচিং, আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সামাজিক দায়িত্বে উদ্বুদ্ধকরণ।

মেধাবীদের স্বীকৃতি

মেধাবীদের স্বীকৃতি

জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার মাধ্যমে আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরির উদ্যোগ।

ক্রীড়া কার্যক্রম

ক্রীড়া কার্যক্রম

পড়াশোনার পাশাপাশি আন্তঃস্কুল ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন।

প্রতিযোগিতা

প্রতিযোগিতা

কুইজ, বিতর্ক, গল্প লেখা, রচনা ও পাঠ প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধকরণ।

শিক্ষা কার্যক্রম

শিক্ষা কার্যক্রম

শিক্ষা সফর, বিজ্ঞান মেলা ও পাঠচক্রের মাধ্যমে ছাত্রদের যোগ্য নেতৃত্বে বিকশিত করা।

লেখক সম্মেলন

লেখক সম্মেলন

২০০২ সাল থেকে লেখক সম্মেলন ও সাহিত্য পুরস্কারের মাধ্যমে দেশপ্রেমিক লেখক-সাহিত্যিক তৈরির অনুপ্রেরণা।

পরিচালনা পর্ষদ

Activities Icon
হাসান আহমেদ

হাসান আহমেদ

চেয়ারম্যান

কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর

নাজমুল হাসান পঞ্চায়েত

নাজমুল হাসান পঞ্চায়েত

সদস্য সচিব

কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর

ফরহাদ হোসাইন জারিফ

ফরহাদ হোসাইন জারিফ

পরিচালক

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫

কাজী আব্দুল্লাহ আকিব

কাজী আব্দুল্লাহ আকিব

অপারেশন ইন-চার্জ

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫

খাইরুল ইসলাম

খাইরুল ইসলাম

ট্রেজারার

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫

তাহসিব বিন হেলাল

তাহসিব বিন হেলাল

সহ-পরিচালক

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫

মোশারফ হোসাইন

মোশারফ হোসাইন

অফিস ইন-চার্জ

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫

আনাস হোসাইন

আনাস হোসাইন

অফিস ইন-চার্জ

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫

আমিন

আমিন

টেক লিড

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫