KishorKantha Cumilla City
  • ইন্ট্রুডাকশন
  • রেজিস্ট্রেশন
  • টিকেট রেইজিং

অন-সাইট রেজিস্ট্রেশন ম্যানুয়াল

অন-সাইট রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য এই নির্দেশিকার প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করুন।

লগইন করুন

প্রথমে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগইন করুন। লগইন পেজে যেতে ক্লিক করুন।

অন-সাইট রেজিস্ট্রেশন পেজ খুলুন

মোবাইল ব্যবহার করলে মেনু অপশন বাটনে ক্লিক করে সাইডবার খুলুন। কম্পিউটারে সরাসরি সাইডবার থেকে অন-সাইট রেজিস্ট্রেশন বাটনটি ক্লিক করুন। অন-সাইট রেজিস্ট্রেশন স্ক্রিনে যেতে ক্লিক করুন।

ফর্ম পূরণ করুন

ফর্মে * চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের নামের ঘরে যদি নির্দিষ্ট নাম না থাকে, তাহলে খুঁজে পাওয়া না গেলে এটি নির্বাচন করুন | SELECT IT IF NOT FOUND নির্বাচন করুন।

তথ্য যাচাই করুন

সমস্ত তথ্য ঠিকভাবে পূরণ করার পর নিশ্চিতকরণের জন্য এগিয়ে যান বাটনে ক্লিক করুন। স্ক্রিনে একটি নিশ্চিতকরণ পপআপ আসবে। সত্য হলে নির্বাচন করুন-

  • আমি নিশ্চিত করছি, আমি শিক্ষার্থীর অনুমতিতে রেজিস্ট্রেশন করেছি।
  • রেজিস্ট্রেশন ফি নিয়েছি।

রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

রেজিস্ট্রেশন সফল

নিশ্চিত করুন ও জমা দিন বাটনে ক্লিক করুন। সফলভাবে রেজিস্ট্রেশন হলে আপনার স্ক্রিনে শিক্ষার্থীর নাম, স্বয়ংক্রিয়ভাবে জেনারেটকৃত রেজিস্ট্রেশন নাম্বারসহ রেজিস্ট্রেশন সফল হয়েছে। ধন্যবাদ! মেসেজটি দেখাবে।